কায়কোবাদ এর জীবনী
কায়কোবাদ এর জীবনী
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। উনার বাবা শাহামাতুল্লাহ আল কোরেশী ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবি ছিলেন। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করছিলেন। পিতার অকালমৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন ।
কায়কোবাদের প্রকৃত নাম কি – কাজেম আল কোরেশী ।
*কবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন – ১৮৫৭ সালে ।
’অশ্রুমালা’ একটি – গীতিকাব্য ।
’অশ্রুমালা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৯৫ সালে ।
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে – কায়কোবাদ ।
’কুসমকানন’ তাঁর রচিত একটি – কাব্যগ্রন্থ ।
’কুসমকানন’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭৩ সালে ।
’শিব মন্দির’ কাব্যগ্রন্থটি কার রচনা – কায়কোবাদ ।
’শিবমন্দির’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২১ সালে ।
’অমিয় ধারা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
’অমিয় ধারা’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে – কায়কোবাদ ।
তিনি কত বছর বয়সে ‘বিরহ বিলাপ’ কাব্যগ্রন্থটি রচনা করেন – মাত্র ১২ বছর বয়সে ।
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক প্রদত্ত ১৯৫২-এ কোন উপাধিগুলো তিনি পান – ‘কাব্যভূষণ’, বিদ্যাভূষণ’ ও ’সাহিত্যরত্ন’ ।
তিনি মৃত্যুবরণ করেন – ২১ জুলাই ১৯৫১ সালে ।
No comments